রায়গঞ্জ,৩ এপ্রিলঃ মদের আসরে তুলে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মহারাজা এলাকার নাজিরপুর গ্রামে।মৃত যুবকের নাম দেবাশিষ গুপ্ত(২৫)।
স্থানীয় সূত্রে খবর, নাজিরপুর গ্রামে নাম সংকীর্তন অনুষ্ঠান চলছিল।সেই অনুষ্ঠানের কাছেই মদের আসর বসিয়েছিল একদল যুবক।অভিযোগ,সেখানেই শ্বাসরোধ করে খুন করা হয় দেবাশিষ গুপ্তকে।ভারি কিছু দিয়ে মৃতের নিম্নাঙ্গ থেঁতলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
মৃতের মা অভিযোগ করে বলেন, দুদিন আগেই দেবাশিষকে কয়েকজন যুবক খুব মারধর করে।স্থানীয় মহারাজা হাসপাতালে ভর্তিও হয়েছিল সে।শুক্রবার সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসে।রাতে বাড়ির গেটে তালা লাগিয়ে দিয়ে খেয়েদেয়ে শুয়ে পড়ে তারা।এরপর রাতের অন্ধকারে গেটের তালা ভেঙে দেবাশিষকে তুলে নিয়ে যায় দুস্কৃতীরা।গ্রামেরই এক জায়গায় মদের আসরে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়।
এদিকে শনিবার সকালে ওই মদের আসর থেকে উদ্ধার হয় দেবাশিষের মৃতদেহ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাজিরপুর গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী।ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃত দেবাশিষের মা।