শিলিগুড়ি, ২৭ এপ্রিলঃ রেলে চাকরি দেওয়ার নামে টাকা চেয়েছিল ব্যক্তি।বুদ্ধির জেরে প্রতারণার হাত থেকে বাঁচলেন শিলিগুড়ির যুবতী।ধরা পড়লো অভিযুক্ত।
জানা গিয়েছে, শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা যুবতী বিন্নি শিকদারের সোশ্যাল মিডিয়ায় বীরপাড়ার বাসিন্দা অমিত ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হয়।ব্যক্তি নিজেকে রেলের কর্মী বলে পরিচয় দেয়।পাশাপাশি বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার কাজও করে বলে জানায় ব্যক্তি।এরপর বিন্নি তার ছোট বোনের জন্য চাকরির কথা অমিত ভট্টাচার্যকে বলে।
অভিযোগ, কিছুদিন পরে অমিত ভট্টাচার্য বিন্নির কাছে বিভিন্নভাবে টাকা চায়।এরপরই ব্যক্তির ওপর সন্দেহ হয় যুবতীর।এরপরেও বিন্নি ব্যক্তিকে টাকা নেওয়ার জন্য শিলিগুড়িতে ডাকে।বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে রাখে যুবতী।
এদিকে আজ ব্যক্তি টাকা নেওয়ার জন্য বিশাল সিনেমা হলের কাছে পৌঁছতেই তাকে ধরে ফেলা হয়।পরবররীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।ঘটনার পর অমিত ভট্টাচার্যের বিরুদ্ধে ভক্তিনগর থানায় প্রতারণার মামলা দায়ের করে যুবতী।সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।