ফাঁসিদেওয়া, ৮ জুলাইঃ রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের চকচকি এলাকায়।মৃতের নাম জঞ্জাল সিংহ(৫০)।
জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির থেকে বের হন ব্যক্তি।এরপর সকাল ৯টা নাগাদ চকচকি এলাকায় রেললাইনে তার মৃতদেহ উদ্ধার হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ ও ফাঁসিদেওয়া থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতের পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বাড়িতে তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
