শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির অদূরে রাঙাপানি অঞ্চলে একটি রেলগেটের জন্য দীর্ঘদিন যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে।অবিলম্বে ওই এলাকায় একটি উড়ালপুল তৈরি করা হোক, এই দাবি নিয়ে সোমবার রেল আধিকারিকের দারস্থ হল দার্জিলিং জেলা সিপিআইএম।
এদিন সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় রেল আধিকারিককে।সংগঠনের পক্ষ থেকে জিবেশ সরকার জানান, উড়ালপুলের পাশাপাশি প্রয়োজন একটি আন্ডারপাস।পাশাপাশি এনজেপি স্টেশনকে সাজানোর উদ্যোগ নিয়ে রেলদপ্তর।এরফলে যাতে কেউ উচ্ছেদ না হয় সেই বিষয়টি দেখার আবেদন জানানো হয়েছে রেল দপ্তরের কাছে।