শিলিগুড়ি, ২৫ জুলাইঃ আমরা আমাদের জায়গায় আমাদের টাকায় কাজ করছি। আর সেখানে আমাদের জায়গা বেসরকারি এজেন্সিকে দিয়ে দখল করা হচ্ছে। আমরা মানবো নাকি? হাজার হাজার মানুষকে নিয়ে রাস্তায় নামবো। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের কাছে নতুন বাসস্ট্যাণ্ডের সামনে জমি দখল নিয়ে রেলকে কড়া হুঁশিয়ারি দিলেন মেয়র গৌতম দেব।
প্রশাসনিকভাবে পদক্ষেপের পাশাপাশি রেলের এই কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।মেয়রের অভিযোগ, বাসস্ট্যান্ডের সামনে পুরনিগমের জমি রেল দখল করেছে।সেখানে স্থায়ী নির্মান করা হচ্ছে।
মঙ্গলবার বাসস্ট্যান্ডের কাজ দেখতে গিয়ে জমি দখল হতে দেখে চরম ক্ষুব্ধ হন মেয়র। এরপরই তিনি পুরনিগমের কমিশনার, ডিসিপি জয় টুডুর সঙ্গে ফোনে কথা বলেন। বাসস্ট্যান্ডের সামনে যেভাবে জমি দখল করে নির্মাণ হচ্ছে তাতে আগামীতে বাসস্ট্যান্ড হলেও বাস ঢুকতে বের হতে সমস্যা হবে বলে জানিয়েছেন মেয়র।
যেকারণে এদিন রেলের এই ভূমিকায় চরম ক্ষোভপ্রকাশ করে পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। প্রশাসনিকভাবে পদক্ষেপ নিয়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।