শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ রেলের জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করলো রেল।এই পরিস্থিতিতে উচ্ছেদ হওয়া মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূলের শ্রমিক সংগঠন।
জানা গিয়েছে, এনজেপি সংলগ্ন ডিএস কলোনীতে রাস্তার পাশে রেলের জমিতে অবৈধভাবে গজিয়ে উঠে বেশকিছু দোকান ও বাড়ি।রেলের পক্ষ থেকে অবৈধ নির্মান সরিয়ে নিতে বলা হয়েছিল।তবে অবৈধ নির্মান সরিয়ে না নেওয়ায় শুক্রবার অভিযানে নামে রেল কর্তৃপক্ষ।
এদিন সকালে ভেঙে দেওয়া হয় সেখানকার দোকন ও বাড়ি।হঠাৎই রেলের এই অভিযানে বিপাকে পড়ে সেখানকার বাসিন্দারা।রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা।অন্যদিকে এই পরিস্থিতিতে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তৃনমুলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র এনজেপি শাখা।এদিন সংগঠনের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের দাবিতে রেল আধিকারীককে স্মারকলিপি প্রদান করা হয়।