শিলিগুড়ি, ২৫ মার্চঃ রেল হাসপাতালের দেওয়াল ভেঙে বিপত্তি, আহত কয়েকজন।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের মোড় বাজার এলাকায়।
জানা গিয়েছে,এদিন দুপুরে এনজেপি রেল হাসপাতালের দেওয়ালটি হঠাৎই ভেঙে পড়ে।সেইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন অনেকেই।ঘটনায় আহত হন কয়েকজন।ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎই বহু পুরনো রেল হাসপাতালের দেওয়ালটি ভেঙে পড়ে।যদিও বড় কোন দুর্ঘটনা ঘটেনি।তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন আহত হয়েছেন।দ্রুত দেওয়াল মেরামতের দাবি জানান স্থানীয়রা।