ফাঁসিদেওয়া, ১৩ জুলাইঃ ফাঁসিদেওয়া ব্লকের চটহাট রেললাইনের ধারে জঙ্গলে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
বুধবার এলাকার স্থানীয় কয়েকজন যুবক রেললাইনের পাশ দিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন।সেইসময় রেললাইনের পাশে জঙ্গল থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে দেখতে পান জঙ্গলের ভেতর এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে।এরপরই খবর দেওয়া হয় রেল পুলিশ ও ফাঁসিদেওয়া থানার পুলিশকে।ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
যুবকের এখনো নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি, অনুমান করা হচ্ছে রেল থেকে পড়ে যাওয়ার কারণেই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।এদিকে রেললাইনের পাশে একটি ভাঙ্গা মোবাইল ও মোবাইলের হেডফোন পাওয়া গিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
