রাজগঞ্জের আমবাড়ি ও বেলাকোবা রেল স্টেশন পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ

রাজগঞ্জ, ৩ জানুয়ারিঃ রাজগঞ্জের আমবাড়ি ও বেলাকোবা রেল স্টেশন পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়। এই রেল স্টেশন দুটি পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দা ও রেলের আধিকারিকদের সঙ্গে।


শিলিগুড়ি ও জলপাইগুড়ির মাঝে এই ব্লকটি জনবহুল এলাকা। প্রচুর মানুষ ট্রেনে যাতায়াতের উপর নির্ভরশীল। তাই আমবাড়ি, বেলাকোবা ও রানীনগর রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ সহ পরিকাঠামো উন্নয়নের দাবি দীর্ঘদিনের।এদিন রেলস্টেশন দুটি পরিদর্শনের পাশাপাশি বাসিন্দাদের দাবিগুলি নিয়ে রেল মন্ত্রকের কর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন সাংসদ।

এদিন সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, রাজগঞ্জ ব্লকের এই রেলস্টেশন গুলিতে আগে কয়েকটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ ছিল। কিন্তু কোভিড শুরু হওয়ার পর ওই ট্রেনের স্টপেজ বন্ধ করে দেওয়া হয়।দূরপাল্লার ট্রেনের স্টপেজ, পানীয় জল ও শৌচালয় সহ পরিকাঠামো উন্নয়নের দাবি আমার কাছে করেছেন বাসিন্দারা। তাই রেল স্টেশনগুলি প্রদর্শন করে দেখলাম পরিকাঠামো উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। বিষয়গুলি নিয়ে রেল মন্ত্রকের কর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *