জলপাইগুড়ি, ৯ মার্চঃ রেলের ইলেকট্রিক লাইনের রক্ষনাবেক্ষনের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক রেল কর্মীর।গুরুতর আহত আরও ৩ রেলকর্মী।মৃতের নাম নিশাকর চন্দ্র কুমার। আহতদের নাম সত্যজিত সাহা, অনিল কুমার সিং এবং অবিনাশ কুমার।
জানা গিয়েছে, জলপাইগুড়ি রোড স্টেশনের কাছে বালাপাড়া এলাকায় তিস্তা সেতুর মাঝে ইলেকট্রিক লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল।হঠাৎই বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা।বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক রেলকর্মীর।আহত হন আরও ৩ জন।ঘটনার পর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ময়নাগুড়ি জিআরপি ও জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ কর্মীরা।রেলের অসাবধানতার জন্যই এই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের।যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি।