রাজগঞ্জ, ২১ অক্টোবরঃ মাত্র ২ বছরেই অম্বিকানগর এলাকার আন্ডারপাস বেহাল হয়ে পড়েছে।তৈরি হয়েছে একাধিক গর্ত।বর্ষাকালে আন্ডারপাসে এক কোমর জল দাঁড়িয়ে থাকে।
শিলিগুড়ির অম্বিকানগরে প্রায় ২ বছর আগে এই আন্ডারপাস তৈরি করা হয়। টোটো চালকরা বলেন, আন্ডারপাস তৈরি হলেও সারা বছরই সমস্যায় পড়তে হয়। প্রচুর গর্ত এবং সারা বছর জলকাদা লেগে থাকায় প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে।এছাড়া বর্ষাকালে প্রায় এক কোমর জল দাঁড়িয়ে থাকায় কোনো যানবাহন এবং মানুষ যাতায়াত করতে পারেন না।
এই বিষয়ে ফুলবাড়ি -১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি তপন সিংহ বলেন,আন্ডারপাসে বড় বড় গর্ত তৈরি হওয়াইয় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।বর্ষাকালে জল দাঁড়িয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে যায়।এছাড়া এনজেপি ও সাউথ কলোনি এলাকায় রাস্তা বেহাল আছে।কিন্তু রেল কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। পজোর পরেই গোটা ঘটনা নিয়ে গণডেপুটেশন দেওয়া হবে।