রেলের ঠিকা শ্রমিকদের অবিলম্বে ভ্যাকসিন দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান

শিলিগুড়ি,২ জুনঃ রেলের ঠিকা শ্রমিকদের অবিলম্বে করোনা টিকা দেওয়ার দাবিতে রেল আধিকারিককে স্মারকলিপি দিল আইএনটিটিইউসি’র এনজেপি শাখা।


সংগঠনের সদস্যরা জানান, রেলের সাফাই সহ বিভিন্ন কাজে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে প্রায় ২৭৬ জন ঠিকা শ্রমিক।কোভিড সময়কালে এরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন।বর্তমানেও তাদের কাজ থেকে তারা পিছু হটেননি।এইসময় যখন প্রায় সকলেই করোনা টিকা নেওয়ার উপর জোর দিয়েছে, তখন এই ঠিকা শ্রমিকরাই এই সুবিধা থেকে বঞ্চিত।রেল দপ্তরের উদাসিনতায় আজও মেলেনি ভ্যাকসিন।সেই কারনে দ্রুত তাদের ভ্যাকসিন দেওয়া হোক, এমন দাবি জানিয়ে রেলের এরিয়া অফিসে রেল দপ্তরের এডিআরএম কে স্মারকলিপি দেওয়া হল।
সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি অরুপ রতন ঘোষ জানান,দ্রুত যদি তাদের দাবি মানা না হয় তাহলে শ্রমিকদের স্বার্থে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *