শিলিগুড়ি,২৭ এপ্রিলঃ এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি দখল করে বানানো অস্থায়ী দোকানগুলিতে উচ্ছেদ অভিযান চালালো রেল।বুধবার সকালে আরপিএফ’কে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালায় রেল আধিকারিকেরা।এরপরই রেলের জমি দখল করে বানানো বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়।
যদিও আগাম না জানিয়ে দোকানগুলিকে ভেঙে দেওয়ায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক সুজয় সরকার।তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই রাস্তার ওপরে দোকান বানিয়ে পরিবারের ভরণপোষণ চালাচ্ছিলেন গরীব মানুষেরা।রেলের উচিত ছিল তাদের আগাম জানানো।আগামীতে রেলের এমন অভিযান তারা কোনভাবেই মেনে নেবেন না বলে জানান তিনি।