রেলগেটের দাবিতে ভোট বয়কট রাজগঞ্জ বিধানসভার দেমধাপাড়ার বুথের বাসিন্দাদের

রাজগঞ্জ, ১৭ এপ্রিলঃ রেলগেটের দাবিতে ভোট বয়কট রাজগঞ্জ বিধানসভার দেমধাপাড়া বুথের বাসিন্দাদের।রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলের দেমধাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ১৮/২৩৫ ও ১৮/২৩৫ (A) নম্বর বুথ।এই দুটি বুথ মিলে ভোটার সংখ্যা ১,২১৩।এই দুই বুথে বেলা ১১ টা পর্যন্ত ৭টি ভোটদান হয়েছে বলে জানা গিয়েছে৷ 


এই বিষয়ে এক গ্রামবাসী জানান, রেলেগেটের জন্যই আমরা ভোট বয়কট এ সামিল হয়েছি।আমাদের জলপাইগুড়ি যেতে হলে,ডাক্তারের কাছে যেতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হয়। রেললাইনের উপর দিয়ে যেতে গেলে আমাদের বিভিন্ন সময় ফাইন করানো হয়।তাইআমরা সব গ্রামবাসীরা ভোট বয়কট করেছি এবং  আমরা রেলগেটের দাবি করেছি৷

এই বিষয়ে ২৩৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দুজন ভোটার আসে।এখনও অবধি ৩ জন ভোটদান করেছেন।আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *