রাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারিঃ রেলগেটের একাংশ ভেঙে পড়ায় বিপত্তি।প্রায় আধ ঘন্টা বন্ধ থাকলো বেলাকোবা রেলগেট।ফলে দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে নাজেহাল হলেন পথ চলতি মানুষ ও গাড়ি চালকেরা।রবিবার ঘটনাটি ঘটে রাজগঞ্জের বেলাকোবার রেলগেটে।
জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ ট্রেন আসার সিগন্যাল পেয়ে বেলাকোবার রেলগেট বন্ধ করার চেষ্টা করে কর্তব্যরত রেল কর্মী। তখনই এক পাশের রেলগেট ভেঙে পড়ে। তবে ভাগ্যক্রমে কেউ দুর্ঘটনার কবলে পড়েনি।এদিকে ভারী ওজনের ওই রেল গেট সরাতে হিমশিম খেতে হয় রেল কর্মীদের।ঘটনার জেরে দুদিকে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।পরবর্তীতে ভেঙ্গে পড়া রেলগেট সরিয়ে যানজট মুক্ত করা হয়।
স্থানীয়রা বলেন, বেলাকোবা জনবহুল এলাকা।প্রতিদিন প্রচুর ট্রেন চলাচল করে।দিনের মধ্যে বহুবার রেলগেট বন্ধ করায় যানজটের সৃষ্টি হয়।যেকারণে এখানে উড়ালপুলের দাবী করে আসছেন বাসিন্দারা।এদিনের ঘটনার পর ফের একবার উড়ালপুলের দাবী জানান বাসিন্দারা।