শিলিগুড়ি,২৭ ফেব্রুয়ারিঃ রেলের জমিতে থাকা দোকান উচ্ছেদ করল রেলদপ্তর। পুনর্বাসনের দাবি বিরোধী দলনেতা রঞ্জন সরকারের।
বৃহস্পতিবার নিউ সিনেমা হল সংলগ্ন টিকিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে থাকা রেলের জমি থেকে বেশ কয়েকটি দোকানকে বিনা নোটিশে উচ্ছেদ করে রেলদপ্তর। রেলদপ্তরের এমন হঠকারিতার সিদ্ধান্তে হতবাক রাস্তার পাশে থাকা অস্থায়ী ব্যবসায়ীরা।
আজ সকালে রেলের কর্মীরা এসে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করেন। পরবর্তীতে ওই ব্যবসায়ীরা রেলদপ্তরে গিয়ে সাময়িক বিক্ষোভ দেখান। ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার। তিনি রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে পুনর্বাসনের দাবি জানান।
তিনি জানান, ট্রেড লাইসেন্স থাকলেও তাদের বিনা নোটিশে উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে ব্যবসায়ীরা জানান, রেলের সিদ্ধান্ত তারা কোন মতেই মেনে নিতে পারছেন না। তারা জানান, সেখানে অনেকগুলি থাকলেও শুধুমাত্র কয়েকটি দোকান বেছে উচ্ছেদ করা হচ্ছে বারংবার।