বাগডোগরা, ৮ আগস্টঃ আচমকাই রেললাইনের উপরে গাছ ভেঙে ছিড়ে পড়লো ওভারহেড তার!বন্ধ হয়ে যায় রেল চলাচল।রেলের ওভারহেড তার ছিড়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল একটি মোষের।বাগডোগরার গুরুদুয়ারা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বাগডোগরা-নকশালবাড়িগামী রেললাইনে আচমকাই একটি গাছ ভেঙে পড়ে।রেলের ওভারহেড তার ছিড়ে যায়।বন্ধ হয়ে যায় রেল চলাচল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, বাগডোগরা থানা, বাগডোগরা বনদফতর ও দমকলকর্মীরা।বাগডোগরা বনদফতরের কর্মীরা রেললাইন থেকে গাছ সরানোর কাজ শুরু করে।
গাছটিকে সরিয়ে বিদ্যুৎ এর তার সরানো হয়।বর্তমানে রেল চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।ঘটনার জেরে ২ ঘন্টা রেল পরিষেবা ব্যহত হয়।এরফলে কয়েকটি পেসেঞ্জার ট্রেন বাগডোগরা ও নকশালবাড়ি স্টেশনে দাঁড়িয়ে পড়ে।