শিলিগুড়ি,২৭ এপ্রিলঃ এনজেপি থানার অন্তর্গত কামরাঙাগুড়ি এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের।মৃতের নাম মনোজ সেনগুপ্ত।মৃত যুবক শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল।
জানা গিয়েছে, বুধবার সকালে কাজে যাচ্ছিল মনোজ।সেইসময় কামরাঙাগুড়ি এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সে।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিছুক্ষণ পরে সেখানেই মৃত্যু হয় তার।ঘটনায় শোকের ছায়া এলাকায়।
