শিলিগুড়ি,১ আগস্টঃ সালটা ২০২০।তবুও কুসংস্কারে আছন্ন একাংশ মানুষ।রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এবার রেললাইনের পুজো দিলেন শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝার গ্রামের বাসিন্দারা।
এই গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে।তবে যাতায়াতের ক্ষেত্রে মানুষ থেকে গৃহপালিত পশু সকলকে রেললাইন পারাপার করে চলাফেরা করতে হয়।ফলে মাঝেমধ্যে রেল দুর্ঘটনার মুখেও পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে পশুদের। সেই কারণে নিজের পরিবার, গ্রামবাসী,ও গৃহপালিত পশুদের রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে এদিন রেললাইনের পুজো দেন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, প্রতিবছর আষাঢ় মাসে এই পূজা অনুষ্ঠিত হলেও এবার শ্রাবণ মাসেই রেললাইনের পুজো দিচ্ছেন গ্রামবাসীরা।স্থানীয়রা জানান, মাঝেমধ্যেই রেল দুর্ঘটনার কবলে পড়ে তাদের প্রিয়জনেরা। শুধু তাই নয়,বহু গৃহপালিত পশুও দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছে। সেই কারণে পরিবার ও পশুদের রক্ষার্থে প্রত্যেক বছর তারা নিয়ম করে এই পূজা করে থাকেন।