ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা অন্তর্গত রেলওয়ে আন্ডারপাসের ভয়াবহ অবস্থা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা অন্তর্গত এলাকায় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত মানুষ।বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল অবস্থা, জল পরিষেবাও ঠিকঠাকভাবে পাচ্ছেন না মানুষ।    


বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জিও বারবার অভিযোগ করেছেন, রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ায় এলাকায় উন্নয়নের কাজ করা যাচ্ছে না।ভাঙাচোরা রাস্তা, পানীয় জলের অভাব, পথবাতির সংকটের পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এনজেপি সংলগ্ন ইন্ডিয়ান অয়েল পার্শ্ববর্তী রেলওয়ে আন্ডারপাস।বড় বড় গর্তে জল জমে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

দেখভালের দায়িত্বে থাকা এসজেডিএ-র বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগও উঠেছে।২০২১ এর আগে এলাকায় উন্নয়ন ছিল, এখন পরিস্থিতি আরও ভয়াবহ এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *