আলিপুরদুয়ার, ৩০ জুলাইঃ কালচিনি ব্লকের বক্সা ডুয়ার্স টি কোম্পানির অন্তর্গত রায়মাটাং চা বাগানে শ্রমিক আন্দোলন অব্যাহত।শুক্রবার সকালেও চা বাগানে ফ্যাক্টরির গেটের সামনে গেট মিটিংয়ে সামিল হন শ্রমিকরা।
প্রসঙ্গত, শ্রমিকদের বিভিন্ন প্রাপ্য বকেয়া পরিশোধের দাবিতে গতকাল থেকে তৃণমূলের চা বাগান সংগঠন তরাই ডুয়ার্স প্লানটেশন ওয়ার্কাস ইউনিয়নের পক্ষ থেকে শুরু হয়েছে গেট মিটিং।শুক্রবার সকালেও শ্রমিকরা গেট মিটিংয়ে সামিল হন।
শ্রমিকদের দাবি, চা বাগান কর্তৃপক্ষ তাদের প্রাপ্য বকেয়া থেকে বঞ্চিত করছে।শ্রমিকদের এক সপ্তাহের বেতন বকেয়া আছে, প্রফিডেণ্ট ফাণ্ডে টাকা জমা হচ্ছে না এছাড়া অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুইটি প্রদান করা হচ্ছে না।গতবছর পুজোর সময় ত্রিপাক্ষিক বৈঠকে চুক্তি হয় যে বকেয়া সময়মত পরিশোধ করা হবে।তবে বাগান কর্তৃপক্ষ ত্রিপাক্ষিক চুক্তির কোনো সিদ্ধান্ত মানছে না।এই কারণে আন্দোলনে নেমেছেন তারা।তাদের দাবি না মানা হলে লাগাতার নাদোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।