আমন ধান রোপনের আগে রীতি মেনে আমবাড়িতে আয়োজিত হল রাজা ফালাকাটা পুজো  

রাজগঞ্জ, ১৩ জুলাইঃ নিয়ম মেনে রাজা ফালাকাটার পূজা হল আমবাড়িতে। এই পুজো দিয়েই এলাকার মানুষ আমন ধান রোপন শুরু করেন।আমবাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের এটাই চিরাচরিত রীতি।


রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন এলাকার চটকিয়াভিটাতে প্রতিবছর আষাঢ় মাসে রাজা ফালাকাটা পুজো হয়।রাজা ফালাকাটা, তুলাকাটা, ধনাকাটা নামে তিনটি বিগ্রহ তৈরি করে এলাকার মানুষ পুজো করেন।

পুজো কমিটির সদস্যরা বলেন, বাবা ঠাকুরদার কাছে আমরা শুনেছি শতাধিক বছর আগে এলাকাটি গভীর জঙ্গলে ঘেরা ছিল।বাঘ সহ বিভিন্ন হিংস্র জীবজন্তুর দেখা পাওয়া যেত।বর্তমানে যেখানে ফালাকাটা পুজো হয় সেখানে দেবী চৌধুরানী পুজো করতেন।


এই মন্দিরে রাজা ফালাকাটা, তুলাকাটা ও ধনাকাটা নামে তিনটি বিগ্রহ ছাড়াও প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। আষাঢ় মাসে আমন ধান রোপণের আগে এই রাজা ফালাকাটার পুজো করা হয়। 

রাজগঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ পুজোতে আসেন।অনেক মানত করেন।তাদের সেই মনস্কামনা পূর্ণ হলে পরের বার পুজোর সময় দেবতার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *