শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ ‘দাদাগিরি ট্যাক্স’ না পেয়ে এনজেপি’র রাজাহোলিতে ব্যক্তিকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ নওসাদ ওরফে কাঞ্চা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ‘দাদাগিরি ট্যাক্স’ না পেয়ে রাজাহোলিতে মহম্মদ জুহুরি নামে এক ব্যক্তিকে খুন করে কয়েকজন যুবক।এই ঘটনায় দশ জনের নামে এনজেপি থানায় অভিযোগ দায়ের করে মহম্মদ জুহুরির পরিবার।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে ১ জন পরে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
বাকি অভিযুক্তরা অধরা থাকায় দ্রুত তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভও প্রদর্শন করে মৃতের পরিবার ও স্থানীয়রা।এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।তদন্তে নেমে শুক্রবার ভোরে রায়গঞ্জ থেকে গ্রেফতার করা হয় মহম্মদ নওসাদকে।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।