শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ দাদাগিরি ট্যাক্সের জন্য রাজাহোলিতে ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় অধরা দোষীদের গ্রেফতারের দাবীতে এনজেপি থানায় বিক্ষোভে সামিল হল মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর দাদাগিরি ট্যাক্স না পেয়ে মহম্মদ জুহুরি নামে ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে।এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।ঘটনায় দশজনের নামে এনজেপি থানায় অভিযোগ দায়ের করে মহম্মদ জুহুরির পরিবার।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে একজন ও পরে দুজনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।
অভিযোগ, এই ঘটনায় যুক্ত আরও অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছে।সেই অভিযুক্তদের ধরছে না পুলিশ।এই কারণে শুক্রবার এনজেপি থানার সামনে বিক্ষোভে সামিল হন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পরে থানার আধিকারিককে স্মারকলিপিও প্রদান করেন তারা।