শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ ‘দাদাগিরি ট্যাক্স’না পেয়ে এনজেপির রাজাহোলিতে ব্যক্তিকে খুনের ঘটনায় গ্রেফতার হল দুই মূল পান্ডা।ধৃতদের নাম মহম্মদ আলাউদ্দিন ও মহম্মদ সালাউদ্দিন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ‘দাদাগিরি ট্যাক্স’না পেয়ে রাজাহোলিতে মহম্মদ জুহুরি নামে এক ব্যক্তিকে খুন করে কয়েকজন যুবক।এই ঘটনায় দশ জনের নামে এনজেপি থানায় অভিযোগ দায়ের করে মহম্মদ জুহুরির পরিবার।অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে সরব হন মৃতের পরিবার ও স্থানীয়রা।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পর পর চারজনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।
এরপর শনিবার মালদার কালিয়াচক থেকে গ্রেফতার করা হয় দুই মুল অভিযুক্ত মহম্মদ আলাউদ্দিন ও মহম্মদ সালাউদ্দিনকে।রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।