২৫ শে পা দিল ‘রাজা’, ভার্চুয়ালি জন্মদিন পালন করল বনদপ্তর

আলিপুরদুয়ার, ২৩ আগস্টঃ বন্দীদশায় থাকা দেশের অন্যতম দীর্ঘজীবী রয়্যালবেঙ্গল টাইগার রাজা’র জন্মদিন পালন করল বনদপ্তর।সোমবার ২৫ বছরে পা দিল রাজা।রাজার ঠিকানা ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্র।এই দিনটিকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল বনদপ্তর।যদিও সমস্ত পরিকল্পনায় জল ঢেলেছে করোনার দ্বিতীয় ঢেউ।সে কারণে ভার্চুয়ালি রাজার জন্মদিন পালন করছে বনদপ্তর।এই উপলক্ষে বাঘ সংরক্ষণের ওপর সারা দেশব্যাপি একটি অনলাইন ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।


কিন্তু কে এই রাজা?  চিড়িয়াখানায় অথবা বন্দিদশায় তার জন্ম হয়নি।সে আদতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।২০০৮ সালে সুন্দরবনের মাতলা নদী পার করার সময় রাজার পেছন দিকের বাঁ পায়ের প্রায় অর্ধেকটা খুবলে নেয় কুমির।প্রায় মরণাপন্ন অবস্থায় ওই জখম বাঘকে নিয়ে আসা হয় জলদাপাড়া বনবিভাগের দক্ষিণ খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্রে।টানা কয়েকমাস যমে মানুষে টানাটানির পর নতুন জীবন ফিরে পায় রাজা।তখন থেকেই সে দক্ষিণ খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্রের আবাসিক।আগে সার্কাস বাজেয়াপ্ত ১৯ টি রয়‍্যাল বেঙ্গল টাইগার সেখানে থাকলেও বয়সের ভারে একে একে পৃথিবী থেকে বিদায় নিয়েছে সবাই।তবে এখনও বেতাজ বাদশার মতো জঙ্গল মেশানো ঘেরাটোপে বহাল তবিয়তে রয়েছে রাজা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist