শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ শিলিগুড়ির জংশন পাতিকলোনি কবি সুকান্ত হাইস্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল।
এদিন শোভাযাত্রাকে ঘিরে ছিল উৎসবের মেজাজ।ছাত্র-ছাত্রীরা কেউ সুভাষ চন্দ্র বসু, কেউ মহাত্মা গান্ধী, ঝাঁসির রানি, বীরসা মুন্ডা, ভারত মাতা বা কৃষকের বেশে শোভাযাত্রায় অংশ নেয়। পাশাপাশি পড়ুয়াদের উৎসাহ বাড়াতে উপস্থিত ছিল জনপ্রিয় সব কার্টুন চরিত্রও।কবি সুকান্ত হাইস্কুলের এই শোভাযাত্রায় কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, চিন্তাধারা ও বিভিন্ন দিক তুলে ধরা হয়।শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুলে এসে শেষ হয়।
এদিনের শোভাযাত্রায় স্কুলের প্রধান শিক্ষক ঋষিম বিশ্বাসের পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, কাউন্সিলর নুরুল ইসলাম, প্রাক্তন কাউন্সিলর স্নিগ্ধা হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক ঋষিম বিশ্বাস জানান, শোভাযাত্রার মাধ্যমে শুধু স্কুলের ঐতিহ্য ও সুকান্তের ভাবনা তুলে ধরা হয়নি, পাশাপাশি প্রাক্তনদেরও সম্মান জানানো হয়েছে। এই ধরনের উদ্যোগ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি অনুপ্রেরণা দেবে এবং তাদের মনোবল আরও বাড়িয়ে তুলবে বলে জানান তিনি।

