কোচবিহার, ২৯ আগস্টঃ সোমবার ছাত্র সমাবেশের মঞ্চে রাজবংশীদের নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবী জানালেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বংশী বদন বর্মন বলেন, গতকাল বেফাঁস মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।এর জন্য আমরা মর্মাহত।এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে।রাজবংশীদের জন্য ভাষা অ্যাকাডেমি সহ বহু উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী, তবে তিনি রাজবংশীদের অপমান করতে পারেন না।প্রয়োজন পড়লে রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান পদ ছেড়ে দিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।
উল্লেখ্য, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমার এক হাত হিন্দু, আরেক হাত মুসলিম।আমার এক চোখ পাঞ্জাবী, আর এক চোখ খ্রিস্টান।এরপর আমার এক পা রাজবংশী বলে মন্তব্য করেন এই মন্তব্যকে রাজবংশীদের অপমান বলে মনে করে ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন বংশী বদন বর্মন।
এদিকে এই বিষয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, মুখ্যমন্ত্রী যে বিষয়টি বলেছেন কোথাও বুঝতে ভুল হচ্ছে।বংশীবদন বাবুর সঙ্গে আমি নিজেই এই বিষয়ে কথা বলবো।
” মূর্খ মন্ত্রী দ্বারা শাসিত সাম্রাজ্যের পতন নিশ্চিত ”
বিক্রিত জনগণ দ্বারা নির্বাচিত মূর্খ মন্ত্রী হলে রাজ্যের শাসন সাম্রাজ্য এরকমই হবে
আমি এই অসুস্থ মস্তিষ্কযুক্ত মূর্খ মন্ত্রীর সুস্থ মস্তিষ্কের জন্য মঙ্গল কামনা করি