রাজগঞ্জ, ৮ আগস্টঃ রাজবংশী জনজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজগঞ্জে পালন করা হল একতা দিবস।
রবিবার রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়িতে ভারতের জাতীয় পতাকা ও রাজবংশী জনজাতির পতাকা উত্তোলন করা হয়।এই রাজবংশী ঐক্য দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়, মতিন চন্দ্র রায় সহ রাজবংশী সম্প্রদায়ের বিশিষ্ঠ ব্যাক্তিরা।
উদ্যোক্তারা জানিয়েছেন, একতা দিবস পালনের মূল উদ্দেশ্য রাজবংশী সম্প্রদায়ের নতুন প্রজন্মকে সঙ্ঘবদ্ধ করে কৃষ্টি ও সংস্কৃতি মানুষের সামনে তুলে ধরা।রাজবংশী জনজাতির একতা তৈরি করতে পরবর্তীতে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলে উদ্যোগ তারা জানিয়েছেন।