জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তকে উত্তরবঙ্গের বাইরে বদলির দাবি জানিয়ে আন্দোলনে নামল রাজবংশী সমাজ।রবিবার জলপাইগুড়ির কালিয়াগঞ্জে স্বপ্না বর্মনের বাড়ির এলাকার শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তা অবরোধে সামিল হন রাজবংশী মানুষ ও স্থানীয়রা।
আন্দোলনকারীদের অভিযোগ, সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়িতে অন্যায়ভাবে অভিযান চালায় বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত। এই ঘটনাকে কেন্দ্র করে একাংশ রাজবংশী বন দপ্তরের অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামে।খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।এরপর সঞ্জয় দত্তকে বদলি করা হয়৷কিন্তু ফের নতুন করে উত্তরবঙ্গে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে সঞ্জয় দত্তকে। এরই প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করে আন্দোলনে সামিল হলেন রাজবংশী সমাজের মানুষেরা। দ্রুত সঞ্জয় দত্তকে উত্তরবঙ্গের বাইরে বদলির দাবি জানান তারা। এদিকে রাস্তা অবরোধের জেরে ব্যস্ততম রাস্তায় যানজটের সৃষ্টি হয়।