খড়িবাড়ি, ১৭ নভেম্বরঃ কোচবিহারের গৌরবময় ইতিহাস তুলে ধরতে রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি, কালচার নিয়ে খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে অনুষ্ঠিত হল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদাং দরবার।
এদিন সংগঠনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মনের নেতৃত্বে উদাং দরবার সভার আয়োজন করা হয়। এই সভা থেকে রাজবংশী সম্প্রদায়কে একত্রিত হওয়ার বার্তা দেন তিনি।ভারতভুক্তির চুক্তির প্রসঙ্গ তুলে সমস্ত রাজনৈতিক দলকে কটাক্ষ করেন তিনি।
বংশীবদন বর্মন বলেন, সংবিধান অনুযায়ী ভারতভুক্তির যে চুক্তি হয়েছিল, হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে যে রাজনৈতিক দল আমাদের সহায়তা করবে তাদের সঙ্গে আমাদের মিত্রতা থাকবে।পাশাপাশি রাজবংশী ভাষাকে মান্যতা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।বাগডোগরা বিমানবন্দরের নাম বীর চিলা রায়ের নামে করার দাবীও জানান তিনি।
অন্যদিকে আগামী ১১ ডিসেম্বর রেল অবরোধের ডাক দেন বংশীবদন বর্মন।ভারতভুক্তির কথা বলার পরেও কোনো শর্ত পালন না করায় কোচবিহারের বারোবিশায় রেল অবরোধ হবে বলে জানান তিনি।