রাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারিঃ রাজবংশী ক্ষত্রিয় জাতির ১১২ তম উপনয়ন দিবস পালনের মাধ্যমে আন্তর্জাতিক রাজবংশী ক্ষত্রিয় মিলন দিবস এবং কুলগুরু কুলশিষ্য সম্মেলন অনুষ্ঠিত হল।
উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু কুলশিষ্য ও ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের জলপাইগুড়ি জেলা কমিটির ব্যবস্থাপনায় আমবাড়ি এলাকার মেহেন্দিগছে করতোয়া নদীর পাড়ে এই উৎসব পালন করা হয়। রবিবার বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বাংলাদেশ থেকে বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।এদিন ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির উদ্বোধনও করা হয়।
জানা গিয়েছে, এদিন প্রথম পর্বে শিব পুজো, গঙ্গা পুজো, শক্তি সঞ্চারিণীপুজো ও রাধাগোবিন্দ পুজো করা হয়। দ্বিতীয় পর্বে সংগঠনের পতাকা উত্তোলন এবং ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে মূল অনুষ্ঠান শুরু করা হয়।বহু কিশোর ও যুবক উপনয়নের মাধ্যমে ক্ষত্রিয় হন। এরপর রাজবংশী সমাজে উপনয়নের প্রয়োজনীয়তা এবং ঠাকুর পঞ্চাননের উপরে আলোচনা সভা হয়। বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, জেলা প্রাক্তন সংসদ বিজয় চন্দ্র বর্মন, সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত সহ অন্যান্যরা।