কোচবিহার, ২৯ জানুয়ারিঃ কোচবিহারে ২১০টি রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।সভামঞ্চ থেকে ১৯৮ টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।বীর চিলা রায়ের মূর্তি, হেরিটেজ গেট সহ একাধিক রাস্তার উদ্বোধন করেন।পাশাপাশি ২১০টি রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি দিলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে রাজবংশী ভাষার স্কুলের শিক্ষকরা বেতন পাবেন, পড়ুয়ারা সমস্ত সুযোগ সুবিধা পাবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই খুশির হাওয়া কোচবিহারে।