জলপাইগুড়ি,২০ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়ির বৈকুন্ঠুপুর রাজবাড়ির কিছু সম্পত্তি রাজ্য হেরিটেজ কমিশনের তরফে হেরিটেজ ঘোষনা করার পরও বহু সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। কমিশনের নির্দেশে বৃহস্পতিবার থেকে হেরিটেজ সম্পত্তি খতিয়ে দেখতে সমীক্ষা শুরু করল জেলা প্রশাসন, পুরসভা, এসজেডিএ।
এদিন জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ি সহ আশে পাশের জমি মাপা হয়। সেখানে রয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক বিপ্লব হালদার।
অভিযোগ, রাজবাড়ির জমি বেআইনি ভাবে বিক্রি ও দখল হয়ে গিয়েছে৷ ইতিমধ্যে রাজবাড়ির জমিতে রয়েছে একাধিক দোকান ও একটি নার্সিংহোম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজবাড়ির গেটের সামনে পেট্রোল পাম্প তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ যা সম্পূর্ণ ভাবে বেআইনি।