রাজগঞ্জ, ২২ আগস্টঃ রাজগঞ্জ ব্লকের সন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল বালাবাড়ি এলাকার বাসিন্দা নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবকের দ্রুত ও কঠোর শাস্তির দাবিতে ডিওয়াইএফআই এবং এসএফআই রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে রাজগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান করা হল।
জানা গিয়েছে, শনিবার সংগঠনের কর্মী-সমর্থকরা কালিনগরে জমায়েত হয়।সেখান থেকে মিছিল করে রাজগঞ্জ থানায় পৌঁছে স্মারকলিপি প্রদান করা হয়।
অভিযুক্তদের দ্রুত ও কঠোর শাস্তির দাবির পাশাপাশি তদন্তে গাফিলতির জন্য দোষী পুলিশদের শাস্তির দাবি জানান তারা।এদিন স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিওয়াইএফআই কনভেনর দেবব্রত রায়,সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদিকা রিনা সরকার, মোস্তফা আহমেদ, রুস্তম আলী,বিউটি পারভিন।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট সন্ধ্যায় রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল বালাবাড়ির বাসিন্দা এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়।পরের দিনই নাবালিকার পরিবারের তরফে রাজগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানান।অভিযোগের ভিত্তিতে সিআই দীপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশ।এরপর বৃহস্পতিবার রহমান আলি,জমিরুল হক ও তমিরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।