রাজগঞ্জ, ১৫ মার্চঃ টোল ট্যাক্স ফাঁকি দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা।আহত প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন পড়ুয়া।মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের পানিকৌরি এলাকায়।
জানা গিয়েছে, শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পানিকৌরি ও ফাটাপুকুরের মাঝে একটি টোলপ্লাজা রয়েছে।অভিযোগ, টোল ট্যাক্স ফাঁকি দিতে অনেক গাড়ি রাজগঞ্জ বাজার হয়ে চলাচল করে।মঙ্গলবার সকালে জলপাইগুড়ি অভিমুখে যাওয়া একটি চার চাকা ছোটো যাত্রীবাহী গাড়ি টোল ট্যাক্স ফাঁকি দিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাজগঞ্জের স্কুলপাড়ায় এক বাইক আরোহীকে ধাক্কা মারে।এতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচলতি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন পড়ুয়া ধাক্কা মারে।সামান্য আঘাত পায় ৪ পড়ুয়া।দুর্ঘটনার পর স্থানীয়রা চার চাকা গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখান।খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত এক পড়ুয়ার বাবা মুন্না দাস বলেন, আমার মেয়ে ও তার তিনজন সহপাঠী স্কুল থেকে ওই পথ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল।সেসময় দুর্ঘটনায় আহত হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, টোল ট্যাক্স ফাঁকি দিতে শুধু ছোট গাড়ি নয়, বড় গাড়িও এই রাস্তা দিয়ে চলাচল করে।ফলে প্রতিদিনই দুর্ঘটনা হয়।এই রাস্তায় নার্সারী স্কুল ও প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে দুটি হাইস্কুল এবং কলেজ রয়েছে।তাই অবিলম্বে ওই রাস্তা দিয়ে এইধরণের গাড়ি চলাচল বন্ধ করার দাবী জানান তারা।
রাজগঞ্জ থানার ট্রাফিক ওসি অতুল চন্দ্র দাস বলেন, ওই স্কুলের সামনে রাস্তায় ব্যারিকেট দেওয়া হয়েছে।বহিরাগত গাড়ি যাতে ওই রাস্তা দিয়ে চলাচল না করে সেদিকে নজর রাখা হবে।