রাজগঞ্জ, ৮ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জ বাজারে একই রাতে ৪ টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, তিনটি সোনার দোকান এবং একটি মুদিখানা দোকানে চুরি হয়েছে।সোমবার রাতে রাজগঞ্জ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে মুদিখানা দোকানের মালিক সঞ্জয় সরকার বলেন, সাতসকালে দোকানে এসে দেখি দোকানের শাটার ভেঙে চুরি হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স নিয়ে গেছে।চুরি হয়েছে দোকানের জিনিস সহ নগদ প্রায় ২৫ হাজার টাকা।তিনি আরও বলেন, রাতে সিভিক ভলান্টিয়ার পাহারায় থাকলেও ঘুমিয়ে ছিল বলে শুনেছি।সম্প্রতি বাজারের মধ্যে দুটি দোকানে চুরি হয়েছে।আমরা চাই পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করুক।
অন্যদিকে সোনার দোকানের মালিক মঙ্গল সোনার বলেন, দোকানের শাটার ভেঙে সোনা ও রুপো মিলে প্রায় ২ লক্ষ টাকার চুরি রয়েছে।একই অভিযোগ অন্য দুটি সোনার দোকানের মালিক অজয় শা এবং কর্মী গৌতম রায়ের।বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্জীব মোদক বলেন, রাতে সিভিক ভলান্টিয়াররা পাহারায় থাকলেও ঘুমিয়ে থাকে।এক সপ্তাহ আগে বাজারের একটি সোনার দোকান ও একটি মুদিখানা দোকানে চুরি হয়েছে।ফের এক রাতে চারটি দোকানে চুরি হল।ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে ভুগছেন।গোটা বিষয়টি ব্যবসায়ী সমিতির তরফে পুলিশকে জানানো হয়েছে।পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে আন্দোলনে নামা হবে বলে জানান তিনি।