রাজগঞ্জ, ১৯ ডিসেম্বরঃ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সহ একাধিক দাবিতে রাজগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করলো বিজেপি।সোমবার রাজগঞ্জের ফাটাপুকুর ও রাজগঞ্জের সুভাষপল্লী এলাকা থেকে বহু কর্মীসমর্থক মিছিল করে ১৩ দফা দাবিতে রাজগঞ্জের বিডিওকে ডেপুটেশন প্রদান করেন।
এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, সহ-সভাপতি দিলীপ চৌধুরী, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস, বিজেপির রাজগঞ্জ ব্লক সভাপতি নিতাই মন্ডল সহ অন্যান্যরা।
এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পশ্চিমবঙ্গের গরীব মানুষদের ঘর দেওয়া হচ্ছে।কিন্তু গরিব মানুষদের বঞ্চিত করে সমাজে যারা অর্থনৈতিকভাব স্বচ্ছল তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।কিন্তু গরীব মানুষেরা ঘর পাচ্ছেন না। এই বিরোধীতা করে জেলার বিভিন্ন যায়গায় অঞ্চল অফিস ও বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়েছে।আজও রাজগঞ্জ বিডিও অফিসে কয়েকদফা দাবীতে ডেপুটেশন দেওয়া হল।