রাজগঞ্জ, ২৮ নভেম্বরঃ রাজগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করলো টোটোচালকেরা।
শুক্রবার রাজগঞ্জের ফাটাপুকুর থেকে প্রায় পাচশোর বেশি টোটো চালক সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ (CITU) সংগঠনের সহযোগিতায় এক বিশাল মিছিল করে রাজগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। বিডিও অফিস চত্বরে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী।কয়েকজন প্রতিনিধি গিয়ে বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করেন।
টোটা চালকদের দাবি, ই-রিক্সা (টোটো) চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক মর্যাদা প্রদান, টিটিইএন (TTEN) পোর্টালের মাধ্যমে এককালীন সর্বোচ্চ ৩০০ টাকায় সব গাড়ির রেজিস্ট্রেশন, শোরুম থেকে বাহন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করতে হবে। রেজিস্ট্রেশন জমা দেওয়ার সময়সীমা অন্তত আরও ৫ মাস বাড়ানো, নতুন টোটো/ই-রিক্সা কেনার ক্ষেত্রে সহজ শর্তে ভর্তুকিযুক্ত সরকারি ঋণের ব্যবস্থা করতে হবে।এই সমস্ত দাবী নিয়ে আজ ডেপুটেশন প্রদান করা হয়।
