রাজগঞ্জ, ২ জানুয়ারিঃ বকেয়া পাওনার দাবিতে রাজগঞ্জ বিডিও অফিসের সামনে ধর্নায় বসলেন ভিডিওগ্রাফাররা।গত বিধানসভা ভোটের সময় ভিডিওগ্রাফির কাজ করে প্রায় ১৪ লক্ষ টাকা বকেয়া আছে বলে দাবি তাদের।
এই বিষয়ে বুলন চন্দ ও প্রসেনজিৎ বাড়ই বলেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিডিও অফিস থেকে তাদেরকে রাজগঞ্জ ব্লকে ভিডিওগ্রাফি করার বরাত দেওয়া হয়।সেই নির্দেশমত ১০০ জনের বেশি যুবককে ভিডিওগ্রাফির কাজে লাগানো হয়।তাদের বিল হয় প্রায় ২০ লক্ষ টাকা।তাদেরকে দুই কিস্তিতে মাত্র পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে।এরপর প্রায় দুবছর হয়ে গেলেও বাকি টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ।যারা কাজ করেছেন তারা টাকার জন্য বারবার চাপ দিচ্ছেন।বিষয়টি ব্লক ও জেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও সুফল না হওয়ায় তারা ধর্নায় বসতে বাধ্য হয়েছেন তারা।
রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার বলেন, ভিডিওগ্রাফি কাজের বরাত পাওয়া ঠিকাদাররা টাকা পায়নি বলে লিখিতভাবে জানিয়েছেন।সংশ্লিষ্ট দপ্তর থেকে টাকা পেলেই দিয়ে দেওয়া হবে।