একাধিক দাবিতে রাজগঞ্জ বিডিও অফিস অভিযান গণ সংগঠন সমূহের যৌথ মঞ্চের   

রাজগঞ্জ, ৩০ জানুয়ারিঃ SIR-এর নামে সাধারণ মানুষকে হেনস্থা বন্ধ সহ একাধিক দাবিতে রাজগঞ্জ বিডিও অফিস অভিযান করলো গণ সংগঠন সমূহের যৌথ মঞ্চ। 
শুক্রবার রাজগঞ্জ থানা মোড় থেকে বামপন্থী গন সংগঠন সমূহের যৌথ মঞ্চ প্রতিবাদ মিছিল করে বিডিও অফিসের দিকে অগ্রসর হয়। মিছিলটি বিডিও অফিসের সামনে পৌঁছতেই রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী তা আটকে দেয়। ফলে আন্দোলনকারীরা বিডিও অফিস সংলগ্ন ফাটাপুকুর–রাজগঞ্জ রাজ্য সড়কে বসে পড়ে এবং সেখান থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে। এরফলে কিছু সময়ের জন্য রাজ্য সড়কে যান চলাচল ব্যহত হয়।আন্দোলনকারীরা ডেপুটেশন না দিয়েই কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যান।  
আন্দোলনকারীরা জানান, SIR-এর অজুহাতে সাধারণ মানুষের উপর অকারণ হেনস্থা অবিলম্বে বন্ধ করতে হবে।পাশাপাশি ১০০ দিনের কাজ নিয়মিত চালু করা, চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা এবং শ্রম কোড বাতিলের দাবিও তোলা হয়। 
এছাড়াও রাজগঞ্জে কর্মসংস্থানমুখী শিল্প স্থাপন, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা SSK ও MSK পুনরায় চালু করা, রাজগঞ্জ কলেজে বিজ্ঞান বিভাগ চালু এবং অবিলম্বে সমস্ত স্কুলে শূন্যপদ পূরণের সহ একাধিক দাবীতে ডেপুটেশন দিতে এসে রাস্তায় বিক্ষোভ দেখানোর পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যান। আগামীদিনে বৃহত্তর আকারে এসে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *