রাজগঞ্জ, ১৬ এপ্রিলঃ রাজগঞ্জ ব্লকের দুই বিধানসভায় মহিলা ভোট কর্মীদের নিয়ে হবে ভোটগ্রহণ। রাজগঞ্জ ব্লকের দুটি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটগ্রহণ কেন্দ্র ৬০টি।তারমধ্যে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০টি এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ৪০টি ভোটগ্রহণ কেন্দ্র মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত।
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানভা কেন্দ্রে ৩,০৮,১৩০ জন ভোটার।৪৩৫টি ভোটগ্রহণ কেন্দ্র।এরমধ্যে ৪০টি মহিলা দ্বারা পরিচালিত।১০ জন প্রার্থী এই বিধানসভা থেকে প্রতিদ্বন্দিতা করছেন।এরমধ্যে তৃণমূল, বিজেপি, সিপিএম, বহুজন সমাজ পার্টি, এসইউসিআই, আমরা বাঙালি সহ অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন।
অন্যদিকে, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা ২,৪৩,৪২৪ জন।ভোটগ্রহণ কেন্দ্র ৩৮৬টি। এরমধ্যে ২০টি ভোটগ্রহণ কেন্দ্র মহিলা পরিচালিত।৮ জন প্রার্থী এই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।এরমধ্যে তৃণমূল, বিজেপি, সিপিএম, বহুজন সমাজ পার্টি, এসইউসিআই, কামতাপুর পিপলস পার্টি, আমরা বাঙালি ও নির্দল প্রার্থী রয়েছেন।