রাজগঞ্জ, ১৬ এপ্রিলঃ বিদায় সংবর্ধনা দেওয়া হল রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ শুভদীপ সরকারকে।শনিবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন মহলের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
ডঃ শুভদীপ সরকার ২০১৩ সালে রাজগঞ্জের বিএমওএইচ হিসেবে যোগদান করেন।তার দীর্ঘ ৯ বছরের কর্মজীবনের প্রচেষ্টায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল সহ ব্লকের কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবার উন্নতি হয়েছে।ভালো পরিষেবার দেওয়ার জন্য রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল কেন্দ্র ও রাজ্য থেকে একাধিক পুরস্কারও পেয়েছে।কিছুদিন জলপাইগুড়ি জেলার সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব পালন করেছেন তিনি।এবার তাকে পদোন্নতি দিয়ে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে।এদিন নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে ডঃ শুভদীপ সরকারকে বিদায় সংবর্ধনা দেওয়া হল।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, ডঃ শুভদীপ সরকারের প্রচেষ্টায় ব্লকের স্বাস্থ্য পরিষেবার যে উন্নতি হয়েছে তা প্রশংসার যোগ্য।তাই তাকে রাজগঞ্জ রোগী কল্যাণ সমিতি, ব্লক প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের তরফে সংবর্ধনা দেওয়া হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক ও বিডিও পঙ্কজ কোনার।