রাজগঞ্জ, ১৬ মার্চঃ করোনা আতঙ্কে রাজগঞ্জে জলের দামে বিক্রি হচ্ছে বয়লার মুরগী।চাহিদা ও দাম বেড়েছে লোকাল মুরগি ও খাসির মাংসের ।দুই–আড়াই কেজি ওজনের বয়লার মুরগী বিক্রি করা হচ্ছে মাত্র ৫০ টাকায়।শিকারপুর, আমবাড়ি, রাজগঞ্জ হাট সহ বিভিন্ন হাটে ওই দামে মুরগী বিক্রি করা হচ্ছে। তবে সস্তায় পেলেও গ্রাহকদের তেমন ভিড় নেই।
বিক্রেতা বিদ্যুৎ দাস বলেন, করোনা আতঙ্কে বয়লার মুরগী বাজারে বিক্রি হচ্ছে না।বয়লার মুরগীতে করোনা ভাইরাস নেই।কিন্তু গুজব ছড়িয়েছে।এই কারণে ভয়ে সাধারণ মানুষ বয়লার মুরগী খেতে চাইছে না।কিছুদিন আগেও পাইকারি দামে ৮০–৯০ টাকা কেজি দরে বয়লার মুরগী বিক্রি হয়েছে।কিন্তু এখন বাজারে চাহিদা না থাকায় খুচরো ব্যবসায়ীরাও মুরগী কিনছেন না।
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রচার ও সচেতনতা শিবির করলে খামার মালিক ও ব্যবসায়ীরা লোকসান থেকে রেহাই পাবেন এবং সাধারণ গ্রাহকদের আতঙ্ক দূর হবে।