রাজগঞ্জ, ৭ জুলাইঃ নিরাপত্তা ও সাম্মানিক না পাওয়ায় রাজগঞ্জ ডিসিআরসি’তে বিক্ষোভ দেখালো ভোট কর্মীরা। রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুলে ওই ডিসিআরসিতে বিক্ষোভে শামিল হন শতাধিক ভোট কর্মী।নিরাপত্তা না পেলে তারা ভোট কেন্দ্রে যাবেন না বলে হুঁশিয়ারি দেন।
আগামীকাল পঞ্চায়েত ভোট।রাজগঞ্জ ব্লকের জন্য ডিসিআরসি করা হয়েছে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুলে।ভোট করানোর সমস্ত সরঞ্জাম নিলেও নিরাপত্তা ও সান্মানিক না পাওয়ায় রাজগঞ্জ ডিসিআরসি’তে বিক্ষোভে সামিল হন ভোট কর্মীরা।
দিব্যেন্দু সাহা নামে এক ভোট কর্মী বলেন, ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তারা নিয়েছেন।উচ্চ আদালতের নির্দেশ অনুসারে ভোট কর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকার কথা।কিন্তু সেই ব্যবস্থা নেই।এছাড়া ভোটে ডিউটি করার জন্য যে খরচের টাকা দেওয়ার কথা তাও দেওয়া হচ্ছে না।নির্দিষ্ট ক্যাশ কাউন্টার ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সদুত্তর মেলেনি।অবিলম্বে সুরাহা না হলে তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন না বলে হুঁশিয়ারি দেন।
অন্যদিকে ভোটকর্মী শুভজিৎ ঝা বলেন, ডিসিআরসি’তে ব্যবস্থা ঠিক থাকলেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।এখানে কোনো কেন্দ্রীয় বাহিনী দেখতে পারছি না।আমাদের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে।