রাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারিঃ অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখালো রাজগঞ্জ সরকারি পলিটেকনিক কলেজের পড়ুয়ারা।মঙ্গলবার পরীক্ষা বয়কট করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।
এদিন রাজগঞ্জ সরকারি পলিটেকনিক কলেজের পড়ুয়ারা বলেন, তাদের অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে।তাই পরীক্ষাও অনলাইনে নিতে হবে।কোভিডের কারণে ৮০ শতাংশ পড়াশোনা হয়েছে অনলাইনে।তাহলে পরীক্ষা কেন অফলাইনে নেওয়া হচ্ছে?
এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়।তিনি বলেন, পড়ুয়াদের দাবি লিখিত আকারে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য বলেছি।কর্তৃপক্ষ পড়ুয়াদের দাবি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবে।সেখান থেকে নির্দেশিকা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।