রাজগঞ্জ, ২৭ মার্চঃ রাজগঞ্জ গ্রামীন হাসপাতাল পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়।গ্রামীন হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা এবং আইসোলেশন সেন্টার খতিয়ে দেখেন তিনি।
এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিক(বিএমওএইচ)ডঃ শুভদীপ সরকারকে সঙ্গে নিয়ে হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন সাংসদ।পাশাপাশি হাসপাতালে আসা রোগীদের করোনা নিয়ে সতর্কতা এবং মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।
সাংসদ বলেন, আমি জেলার সমস্ত হাসপাতাল পরিদর্শন করছি।আজ রাজগঞ্জ গ্রামীন হাসপাতাল পরিদর্শন করলাম।কারণ করোনার জেরে আমাদের দেশ এক সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।তাই গ্রামীণ হাসপাতাল গুলিতে কেমন ব্যবস্থা আছে এবং তারা কিভাবে কাজ করছেন তা খতিয়ে দেখলাম। তিনি আরও বলেন, এই হাসপাতালে পরিকাঠামো খুব ভালো এবং এখানকার বিএমওএইচ সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা খুব ভালভাবে কাজ করছেন তা দেখে আমি খুব খুশি।
আমাদের সবার প্রিয় সাংসদ ডঃ জয়ন্ত রায় কে অসংখ্য ধন্যবাদ ও পরিদর্শন করতে হবে গ্রামে গ্রামে যে স্বাস্থ্য কেন্দ্র গুলি আছে সেগুলো একটু খতিয়ে দেখবেন কি পরিকাঠামো ব্যবস্থা আছে