রাজগঞ্জ, ২৬ এপ্রিলঃ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে অমিল করোনার ভ্যাকসিন।ভ্যাকসিন ফুরিয়ে যাওয়ায় বর্তমানে বন্ধ টিকাকরণ।সোমবার টিকা নিতে এসে ফিরে গেলেন অনেকেই।
বেশকিছুদিন থেকে করোনার টিকা নিতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রচুর মানুষ ভিড় করেছিলেন।শনিবার পর্যন্ত প্রায় ৩৮ হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।কিন্তু ভ্যাকসিন ফুরিয়ে যাওয়ায় এদিন টিকাকরণ বন্ধ রাখা হয়।ফলে অনেকেই টিকা নিতে এসে ফিরে যান।
এক বৃদ্ধ উজ্জ্বল দত্ত রায় বলেন, ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে বুকিং করেছিলাম।নির্ধারিত দিনে এসে দেখি ভ্যাকসিন নেই।এর আগে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে বুকিং করেও ভ্যাকসিন পাওয়া যায়নি। কবে পাব বুঝতে পারছি না।