রাজগঞ্জ, ২৯ জুনঃ বেহাল দশা রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তা।সমস্যায় পড়ছেন রোগী থেকে শুরু করে নিত্যযাত্রীরা।
রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের মগরাডাঙ্গিতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল।পানিকৌরি মোড় থেকে দূরত্ব প্রায় ২ কিলোমিটার।এই গুরুত্বপূর্ণ পাকা রাস্তা দুই বছরের অধিক সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা বলেন, হাসপাতালে যাওয়ার রাস্তাটি বেহাল হয়ে থাকলেও মেরামতের কোনও উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।যাতায়াতের সমস্যা হচ্ছে।
টোটো চালকরা বলেন, রাস্তা বেহাল হওয়ার পাশাপাশি কয়েক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে।সে কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।বিশেষ করে রোগীদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে।বিষয়টি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানা সত্ত্বেও কেন মেরামত করা হচ্ছে না তা বুঝতে পারছেন না তারা।
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান অলপ রায় বলেন, গ্রাম পঞ্চায়েতের তরফে রাস্তাটি সংস্কার করার আর্থিক সামর্থ্য নেই।তাই জলপাইগুড়ি জেলা পরিষদ বা এসজেডিএ থেকে যাতে করা হয় সেব্যাপারে বিধায়ককে জানানো হবে।