রাজগঞ্জ, ২৬ এপ্রিলঃ দীর্ঘদিন থেকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তা বেহাল।যার জেরে ক্ষোভ জমেছে বাসিন্দাদের মধ্যে।অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা।
রাজগঞ্জের মগরাডাঙ্গিতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল।সুন্দর পরিকাঠামো যুক্ত প্রসূতি বিভাগের জন্য রাজ্যের তরফে রাজগঞ্জ হাসপাতালকে পুরস্কার দেওয়া হয়েছে।স্বাভাবিকভাবেই রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের পরিষেবা নিয়ে তেমন কোনও অভিযোগ না থাকলেও যাতায়াতের রাস্তা নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ রয়েছে।স্থানীয়দের বক্তব্য, ব্লকের বাসিন্দারা চিকিৎসা পরিষেবা পেতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের ওপর নির্ভরশীল।কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পানিকৌরি মোড় থেকে গ্রামীণ হাসপাতালে যাওয়ার প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
বাসিন্দারা বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে মরণফাঁদ তৈরি হয়েছে।মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে।বর্ষাকালে গর্তে জল জমে থাকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে।প্রায় তিন বছর থেকে রাস্তাটি বেহাল হয়ে থাকলেও মেরামতের কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।
রাস্তাটির বেহাল অবস্থার কথা স্বীকার করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।তিনি বলেন, পঞ্চায়েত সমিতির মাধ্যমে রাস্তা মেরামতের চেষ্টা করা হচ্ছে।